Logo
শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
জহুরপুর স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে: এমপি রণজিৎ রায়

HeRa Khan

HeRa Khan

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৩, ০২:০৮ পিএম
নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে: এমপি রণজিৎ রায়


শিক্ষার্থীদের দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও মানবিক মানুষ হওয়ার আহবান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক প্রয়োজন। তাই দেশের প্রত্যেকটি নাগরিককে স্মার্ট হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করছেন। নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।’

সোমবার (০৬ মার্চ) বিকেলে বাঘারপাড়া উপজেলার জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রণজিৎ কুমার রায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কর্মাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শেখ আলী হায়দার টফি। এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরপদ বিশ^াস, জহুরপুর খবির-উর-রহমান কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনন্ত কুমার সরকার, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায়, যুবলীগ নেতা মিজানুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেবি ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন।