শিল্পী গোলাম কিবরিয়া গানের মাধ্যমে মাটি ও মানুষের কথা বলেছেন। এমন মন্তব্য করেছেন বিছালি ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক। তিনি ৪৯ তম বার্ষিক ফাতেহা শরিফ ও কেবর মেলায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। নড়াইলের মির্জাপুরে সোমবার (৬ মার্চ) বিকাল তিন ঘটিকায় অনেক গুণে গুণান্বিত খ্যাতিসম্পন্ন জারি সম্রাট প্রয়াত শিল্পী গোলাম কিবরিয়ার স্বরনে ৪৯ তম বার্ষিক ফাতেহা শরিফ ও কেবর মেলা অনুষ্ঠিত হয়।
শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। সেখানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ১২ নং বিছালি ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক। আরোও বক্তব্য দেন প্রফেসর শেখ আকিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ রিয়াজ আলী, প্রকৌশলী উজ্জ্বল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে হিমায়েত হোসাইন ফারুক আরোও বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের নড়াইল তথা বাংলাদেশের গর্ব জারী সম্রাট গোলাম কিবরিয়ার স্বরনে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কেননা তিনি জীবিত থাকতে আমার জন্য যে দোয়া করেছিলেন আল্লাহ মনে হয় তার দোয়া কবুল করেছেন যার ফলশ্রæতিতে আজ আমি এ ইউনিয়নের চেয়ারম্যান, সকলের ভালোবাসার চেয়ারম্যান।
তিনি আরো বলেন, আমার এই ইউনিয়নে কিছু সন্ত্রাস, কিছু ষড়যন্ত্রকারী আছেন যারা জনগনের সুশৃঙ্খল জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়,তাদের উদ্দেশ্যে বলছি,আমার পুর্বপুরুষেরা এই ইউনিয়ন শাসন করে গেছে কেউ অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কারণ আমাদের রক্তে অন্যায় নেই। আছে অন্যায়ের প্রতিবাদ করার শক্তি সাহস।