Logo
শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

যশোরে আন্তর্জাতিক নারী দিবসে ব্যতিক্রমী গরুর গাড়ির শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৩, ১০:৫৬ এএম
যশোরে আন্তর্জাতিক নারী দিবসে ব্যতিক্রমী গরুর গাড়ির শোভাযাত্রা

আন্তর্জাতিক নারী দিবসে যশোরে ব্যতিক্রমী গরুর গাড়ির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কালেক্টরেট চত্বরে এই গরুর গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  ব্যতিকর্মী এই  শোভাযাত্রা শুভ  উদ্বোধন করেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। গরু গাড়ির শোভাযাত্রা ও র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। গরুর গাড়ির পেছনে পেছনে নারীরা নিজ নিজ সংগঠনের ব্যানারসহ অধিকার সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন। পরিশেষে  কালেক্টরেট সম্মেলনের  সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।