নড়াইলে দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
শুক্রবার (১৭ মার্চ) জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে র্যালি,কেক কাটা ও আলোচনা সভা হয়। এসব কর্মসূচী পালন শেষে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার নেতা-কর্মীরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়ে আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মারাত্মক আহতদের ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নড়াইল আধুনিক সদর হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। তিনি আহতদের সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এমনকি পাশে থেকে শান্তনা দেন। কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন। আহতদের সকলের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার ঘোষনা দিয়ে তাংক্ষণিক প্রয়োজনীয়সকল ঔষধ পথ্যের ব্যবস্থা করেন। তাদের সুস্থ হওয়া পর্যন্ত আর্থিক সহ সকল দায় দ্বায়িত্ব নেন। আহতদের দেখতে আসা পরিবারের লোকজনদের মানসিক শক্তি সাহস যোগান।
তাদের যে কোন বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সকল বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব। এ জন্য কাউকে কোন অনুরোধ বা সুপারিশ করা লাগবে না। যে কোন মাধ্যমে সংবাদটা পৌছে দিলেই আপনারা সব সময় পাশে পাবেন (ইনশা আল্লাহ)। এ সময় তাঁর সাথে ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল,জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া প্রমুখ।