Logo
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

নড়াইলে  ইউপি চেয়ারম্যান জিয়ার বিরুদ্ধে চীনা প্রবাসীর উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০৯ এএম
নড়াইলে  ইউপি চেয়ারম্যান জিয়ার বিরুদ্ধে চীনা প্রবাসীর উপর হামলার অভিযোগ

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া এর বিরুদ্ধে নির্বাচনী শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনার তদন্ত সুত্রে জানা যায়, শাহাবাদ ইউনিয়ন পরিষদ নিকটস্ত বাজার আলোকদিয়ায় চায়ের দোকানে বসে থাকা হবিবার রহমানের ছেলে হিমেল(৩০) চেয়ারম্যানের নামে বাজে কথা বলার  অভিযোগ এনে আলোকদিয়া বাজারে জিয়া সহ তার  পোষ্য লোকজন দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে, একপর্যায়ে বাজারে থাকা লোকজন ঠেকাতে এতে তাদের উপর ও চড়াও হয়ে পড়ে জিয়া এবং পথচারীদের মধ্যে  ইজিবাইক চালক মাহমুদ(৩৫) ঠেকাতে এগিয়ে আসলে তাকেও জিয়া বাহিনির একজন মাথায় ইটের আঘাত করে, তাতে তার মাথা ফেটে রক্তাক্ত হয় মাটির পড়ে যায় ।তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। এবং পরিস্থিতি বে -সামাল দেখে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে  ঘটনা থেকে পালিয়ে যায় জিয়া।এতে করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

 

এব্যাপারে ৫ নং শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন বাজারে থাকা হবিবারের ছেলে হিমেল আমার নামে আমার লোকের সামনে খারাপ মন্তব্য করেছে।  আমি একজন চেয়ারম্যান হওয়ার সুবাদে এটা কোন ভাবে মেনে নিতে পারিনা,তাই ঘটনার সত্যতা যাচাই করতে গেলে হিমেল কিছু লোকবল জোগাড় করে আমাকে সহ আমার লোকজনের উপর আক্রমন করে,আক্রমনের স্বীকার হয়েছে আজাদ।সে বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

 

এঘটনার সুত্র ধরে নড়াইল সদর হাসপাতালে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের পোষ্য আজাদ তার বেডে নাই, কিছুক্ষন বাদে বেডে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাটকিয় ভাষায় পায়ের উপর পা রেখে মিথ্যা কল্পকাহিনি শুনাতে থাকে সাংবাদিকদের এবিষয়ে জানতে চাইলে শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর জানান আমি মেম্বারদের নিয়ে বসে পরবর্তী পদক্ষেপ নিবো এখন এবিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাইনা বলে তিনি জানান।