Logo
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৩, ০৯:১১ পিএম
লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

 

নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোটাকোল ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার নান্টু শিকদার(৫০), নান্টুর ছেলে তাজমুল শিকদার(২১), নাজিম শিকদার(৩৫) জাহিদ শিকদার(৪০), রমজান শেখ(২৫) সহ ওই গ্রামের উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদের গ্রুপ ও তেলকাড়া ৬ নং ওয়ার্ড মেম্বার নান্টু শিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এই গ্রুপিংয়ের সূত্র ধরে গত বছরের ৩০ মে হাসান চেয়ারম্যান গ্রুপের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম শেখ দুর্বৃত্তের হাতে নির্মম ভাবে খুন হন। আওয়ামী লীগ নেতা খুনের ঘটনার পর থেকে শিকদার গ্রুপের পুরুষ সদস্যরা এলাকা ছাড়া ছিল।

দীর্ঘ দিন পর ঈদ উদযাপনের জন্য পুরুষ সদস্যরা বাড়িতে আসেন। ঈদের ২য় দিন সকালে শিকদার গ্রুপের সদস্যরা নিজেদের বাড়ি ঘর পরিস্কার করে বসবাসের উপযোগী করার চেষ্টা করলে হাসান চেয়ারম্যান গ্রুপের লোকজন বাধা দেন।
এর ধারাবাহিকতায় চেয়ারম্যান গ্রুপের সদস্যরা কামাল শেখ, মুক্ত মোল্যা রোমান শেখের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল তেলকাড়া দক্ষিণ পাড়া ব্রিজ এলাকায় সংঘটিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিকদার গ্রুপের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। এই সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরকার বিডি খবরকে বলেন, আহতদের চিকিৎসা চলছে। আশংকাজনক অবস্থা উন্নত চিকিৎসার জন্য ২ জনকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দীন বিডি খবরকে বলেন, দুপুরের দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।