Logo
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নড়াইল আঞ্চলিক কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৩, ০৯:৫১ এএম
বঙ্গবন্ধুর সমাধিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নড়াইল আঞ্চলিক কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নড়াইল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। গত শুক্রবার দুপুরে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় স্বাধীনতা ব্যাংকার পরিষদ, সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল প্রিন্সিপাল অফিস কমিটির সভাপতি প্রলয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শেখ, সহসভাপতি শেখ মো. খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদ মোহাম্মদ লিটন খান, মো. শাহ নেওয়াজ উজ্জ্বল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান, শাশ্বত বিশ্বাস, মোহাম্মদ আশরাফ হোসেন, সঞ্জয় কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপ অর্থ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৌমিত্র বোস,ধর্ম বিষয়ক সম্পাদক,সরদার তজিবুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপু সাহা, কার্যকরী সদস্য মিঠুন কুমারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে অভিব্যাক্তি লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, বঙ্গবন্ধুর পুরনো বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।