অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল নিজ এলাকায় এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন। দীর্ঘদিন পর দেশে ফিরলে এলাকাবাসী তাকে এ সংবর্ধনা দেয়।
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা এলাকার সৈয়দ মফিজুর রহমানের ছেলে রোমেল। বিদেশের মাটিতে থাকলেও তার এলাকার মানুষের জন্য মন কাঁদে। এলাকাবাসীর খোঁজখবর নেন, গবীর-দুঃখী মানুষের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়েন। সহযোগিতা করে যাচ্ছেন মসজিদ, মন্দির, স্কুল-মাদরাসার সার্বিক উন্নয়নে। যে কারণে নিজ এলাকাসহ আশপাশের এলাকার মানুষের প্রিয়জন রোমেল।
সোমবার মধুমতি সেতুর টোল প্লাজায় পৌঁছালে লোহাগড়া পৌরসভার সর্বস্তরের লোকজন তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এরপর প্রায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে এলাকাবাসী রোমেলকে নিয়ে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় স্কুল মাঠে এসে জমায়েত হন। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশ্যে সৈয়দ শফিকুর রহমান রোমেল বলেন, ‘প্রায় ২০ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছি। দীর্ঘ এ সময়ে এলাকার অনেকে ছোট থেকে বড় হয়েছেন। অনেকেই আমাকে দেখেননি। কিন্তু আজ আপনারা আজ আমাকে যে সন্মান দেখিয়েছেন তাতে আমি আবেগ আপ্লূত, আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।’
রোমেল বলেন, ‘রোববার দেশে পৌঁছেই মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি। ভাই বলেছেন, এলাকার উন্নয়নে আপনারা রাজনীতিতে আসুন, কাজ করুন। সকলের সহযোগিতা থাকলে নড়াইল দেশের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে।’ সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জির সঞ্চালনা ও ছদর উদ্দিন শামীমের সভাপতিত্বে সংবর্ধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর ফারুক শেখ ও পলাশ শেখ, শেখ মোস্তফা কামাল, পিকুল, হাচিব, উজ্জ্বলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।