নড়াইল থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক বিডি খবর-এর প্রকাশক ও সম্পাদক লিটন দত্তকে হত্যার হুমকির দেওয়ার পর থেকেই তার কোন সন্ধান মিলছে না। গত ২৯ তারিখে স্থানীয় নুরনবী শেখ ওরফে নুরু নামে এক কুখ্যাত সন্ত্রাসী তাকে মেরে ফেলার ও দেশ ছেড়ে দেওয়ার হমকির পরদিন থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনার চারদিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে গত ১ তারিখে সদর থানায় একটি মিচিং ডায়েরি করেছেন পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু ।
এদিকে, গত ১ তারিখে লিটন দত্তকে হত্যার হুমকি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিও ক্লিপ থেকে শোনা যায়, এ লিটন দত্ত তোরে মেরে ফেলবো। তোর কোন বাপ আছে ডেকে আনিস। তোর এমন কেউ নেই যে আমার হাত থেকে তোরে রক্ষা করবে। তোর অফিসে এসে তোকে জীবনের মত শেষ করে দেব। তুই যদি বাঁচতে চাস তাহলে নড়াইল ছেড়ে চলে যাবি।’ এই হুমকি পাওয়ার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভীত সম্ভ্রস্ত হয়ে পড়েন তিনি। তারপর থেকেই তিনি নিখেঁাজ। জীবিত আছেন নাকি তার জীবনে কোন দুর্ঘটনা ঘটেছে এমন অজানা আশংকার মধ্যে রয়েছেন সহকর্মীরা ও পত্রিকা পবিবার।
প্রশ্ন উঠেছে, কে এই হুমকি দাতা নড়াইলের সন্ত্রাসী নুরু? তিনি শহরের ভওয়াখালী এলাকার মৃত ফুলমিয়া শেখের ছেলে। হত্যাসহ ৬ মামলার আসামি ও নানা অপকর্মের হোতা এই নুরু ।
এর আগে ২০২১ সালের ৬ এপ্রিল বিকালের দিকে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় সন্ত্রাসী নুরুর নেতৃত্বে দুই মোটরসাইকেলে ৬ অস্ত্রধারী যুবক মুজিবরের ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হয়ে তার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে।
মুজিবর তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে অস্ত্রধারীরা তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে আহত করে ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত মুজিবুর রহমান বাদী হয়ে নুরুকে প্রধান আসামি করে ৬ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। জেল খেটে জামিনে বের হয়ে আবার নানামুখী অপকর্ম করে বেড়াচ্ছেন এই নুরু ।
সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার রায়খালী গ্রামের বাসিন্দা লিটন দত্ত শহরের রুপগঞ্জ এলাকার বন্ধন কমিিউনিটি সেন্টারের ২য় তলায় অফিস ভাড়া নিয়ে দৈনিক বিডি খবর পত্রিকার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অল্পদিনে জনপ্রিয়তা পাওয়া পত্রিকাটির কন্ঠরোধ করতে শহরের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি—ধামকি দিয়ে আসছিলেন। এদিকে, গত ২ জুন পুলিশের হাতে সন্ত্রাসী নুরু একটি মামলয় গ্রেফতার হয়েছেন ।
বিডি খবব পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী নূরুসহ আরো অনেকেই প্রকাশক ও সম্পাদক লিটন দত্তকে হুমকি—ধামকি দিয়ে আসছিলেন। গত ২৯ তারিখে সন্ত্রাসী নুরু তারে মেরে ফেলার হুমকি দেন। আমি তখন ব্যক্তিগত কাজে রাজশাহীতে ছিলাম। নড়াইল এসে শুনি লিটন দত্ত নিখোঁজ। এরপর থেকে একাধিকবার কল করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং— ৩৭।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, লিটন দত্ত নিখেঁাজে ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারে আমাদের একাধিক পুলিশ কাজ করছে।